চিলমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ 

Uncategorized অর্থনীতি গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)  :   কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

আজ বুধবার ৩ সেপ্টেম্বর, সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে “২৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজু আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা আমীর নুর আলম মুকুল, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সহকারী অধ্যাপক ফজলুল হক, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী সভাপতি মনিরুল আলম লিটু, উপজেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

অফিস সূত্রে জানাগেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষিকাজে উৎসাহ প্রদান করতেই এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।।


বিজ্ঞাপন

এ সময় উপজেলার ২৪০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫কেজি মাসকালাই বীজ, ১০কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *