মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন  বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত ২৫জন বিচারপতিগন

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

 

নিজস্ব প্রতিবেদক  : আজ বুধবার ৩ সেপ্টেম্বর, দুপুর ১ টা ৩০ মিনিটের সময়  বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত ২৫জন বিচারপতিরা  বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মহামান্য রাষ্ট্রপতি বিচারপতিদের  সাথে কুশলাদি বিনিময় করেন।


বিজ্ঞাপন

সাক্ষাতকালে হাইকোর্ট বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্টপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।

মহামান্য রাষ্ট্রপতি বিচারপতিদের  বিচার সেবার মানোন্নয়নে আত্মোনিয়োগ করার আহবান জানান এবং বিচারপতিরা  তাঁদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।


বিজ্ঞাপন

সাক্ষাতকালে বিচারপতিরা  ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁরা সর্বদা সচেতন থাকবেন বলে  মহামান্য রাষ্ট্রপতিকে অবগত করেন।


বিজ্ঞাপন

উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশক্রমে চলতি বছরের  ২৫ আগস্ট,  আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত হাইকোর্টের নতুন বিচারপতি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয় যে, মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে মাননীয় প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হতে অনধিক ২ বৎসরের জন্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন।

এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে। চলতি বছরের ২৬ আগস্ট,  নব-নিয়োগপ্রাপ্ত  বিচারপতিদের  বাংলাদেশের প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *