গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার ১৪টি ইউনিয়নের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার-ফেস্টুন নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জড়ো হন। পরে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সি এনামুল হক শিমুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির ফরিদপুর অঞ্চলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হিরো মৃধা, যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম পাবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. টিটো শরীফ, সদস্য সচিব মিলন খানসহ নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও র্যালিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।