গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদের সহযোগিতায় বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শিল্পকলা একাডেমীর  অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ওহিদুল আলম লস্কর, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোসনা খাতুন।

এছাড়াও অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে দুই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রথম স্থান অধিকারী ৪২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয় এবং স্কুলব্যাগ, খাতা ও কলম প্রদান করা হয়।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “শিক্ষা বিস্তারে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *