আখাউড়ায় বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

হাবিবুর রহমান  (ব্রাহ্মণবাড়িয়া) :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনায় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া (৪) কসবা-আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ র‌্যালী করা হয়েছে।


বিজ্ঞাপন

বুধবার সকাল ১১টায় রেলওয়ে স্টেশন চত্বর থেকে আনন্দ র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি মায়াবী শপিং কমপ্লেক্সের সামনে এসে এক পথ সভার মাধ্যমে শেষ হয়। র‌্যালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী স্বত:স্ফুর্তভাবে অংশ নেয়।

এসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও মুশফিকুর রহমানের নামে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। ব্যান্ড পার্টির তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে নেতাকর্মীরা।


বিজ্ঞাপন

আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন প্রমুখ।


বিজ্ঞাপন

বক্তারা বিএনপির নেতাকর্মীদেরকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করার পরামর্শ দিয়ে বলেন, জিয়াউর রহমানের রাজনীতি ছিল দেশ গড়ার রাজনীতি। তিনি খাল কাটা কর্মসূচি, ইরিগেশন, পোল্ট্রি ফার্ম, বিদেশে কর্মসংস্থান মন্ত্রণালয় করে দেশকে স্বাভলম্বী করেছিলেন। জিয়ার রহমানের সম্পর্কে পড়তে হবে জানতে হবে। জিয়াউর রহমানের উপর অনেক গবেষণা বই আছে। ছাত্র-যুবককে সেগুলো পড়ার আহবান জানান।

আওয়ামীলীগের সমালোচনা করে বলেন, বিগত ১৬ বছর আমরা দেখেছি চুরি আর চুরি। চুরের তো পালানো ছাড়া উপায় থাকে না।জিয়াউর রহমানের দল ৫ বার ক্ষমতায় এসেছিল। একবারও চুরির জন্য দেশ ছাড়তে হয়নি।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়ার হোসেন শামীম,  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম তুরান,  পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর মো:  মন্তাজ মিয়া, বিএনপি নেতা শওকত হোসেন খান সোহাগ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *