মোঃ নুরুন্নবী (পাবনা) : পাবনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেছেন,”এখন থেকেই সবাইকে প্রস্তুতি নিতে হবে। যদি কেউ কেন্দ্র দখলের হুমকি দেয়, তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের দোরগোড়ায় সেবামূলক কার্যক্রম পৌঁছে দিতে হবে, যেন মানুষ আমাদের ভালোবাসে, আমাদের পাশে দাঁড়ায়।”

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সুজানগর উপজেলা কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে আয়োজিত পাবনা-২ আসনের নির্বাচনি প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক হেসাব উদ্দিন বলেন, “সত্য ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে হবে যেকোন মূল্যে। আমাদের বিজয়ের মাধ্যমে সুজানগর ও বেড়াবাসী সন্ত্রাস ও চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পাবে।”

তিনি আরও বলেন, “যারা এখন থেকেই আমাদের পোস্টার-বিলবোর্ড ভাঙচুর করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে। নোংরা রাজনীতি করে আমাদের রুখে দেওয়া যাবে না। জনগণ আমাদের ভোটের মাধ্যমেই জবাব দেবে।”

দেশের সামগ্রিক দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, “৫৪ বছরেও এই জাতি প্রকৃত উন্নয়ন দেখেনি। দুর্নীতি ও লুটপাটে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিদেশে বাড়ি-গাড়ি তৈরি হয়েছে। দেশকে পরিণত করা হয়েছে তলাবিহীন ঝুড়িতে।”
সুজানগর বাজারকে মাদক ও চাঁদামুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা চাই একটি শান্তিপূর্ণ, সন্ত্রাস ও চাঁদামুক্ত বাজার। কোনো দোকানদার যেন রাজনৈতিক নেতাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চলে না যায়। এক টাকাও কেউ চাঁদা দেবে না। ত্রাস সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন পাবনা-২ আসনের আসন পরিচালক অধ্যাপক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এসএম সোহেল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক-ই-আজম, সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাস, বায়তুল মাল সম্পাদক রাফি আহমেদ ফুল, আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ বিশ্বাস, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, জামশেদ আলম খান, আব্দুস সুবাহান, আবু ইউসুফ প্রমুখ।