চট্টগ্রামে আনজুমান ট্রাস্টের ঐতিহাসিক জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত

Uncategorized ইতিহাস ঐতিহ্য চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

স ম জিয়াউর রহমান, (চট্টগ্রাম)  :  আজ শনিবার  ৬ সেপ্টেম্বর,  চট্টগ্রামে আনজুমান ট্রাস্টের ঐতিহাসিক জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) পালিত ।


বিজ্ঞাপন

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রামে আজ শনিবার অনুষ্ঠিত হয় জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) জশনে জুলুছ । ৫৪ তম এই জুলুছ বা বরর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। তার সাথে ছিলেন সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ এবং সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ।

জুলুছ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারো জুলুছে লাখো মানুষের সমাগম ঘটেছে বলে আশাবাদী আয়োজকরা।


বিজ্ঞাপন

এ উপলক্ষে জুলুছের বিস্তারিত তুলে ধরেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহসহ লাখো’জনতা মহান এই জুলুছে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

এবারের ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের এইরা পৃষ্ঠে শুভাগমনের ১৫০০ বছর পূর্তি। ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের এমন এক স্মরণীয় দিবসে অনুষ্ঠিত হল আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৫৪ তম জশনে জুলুছ।

আরো একটি সুখবর হলো, এই বছর ২০২৫ এ ঐতিহ্যবাহী এই আনজুমান’র শতবর্ষ পূর্ণ হয়েছে। এই বিরল মুহূর্তে, আনজুমান ট্রাস্টের পক্ষ থেকে সমগ্র বিশ্ববাসীকে জানাই শুভেচ্ছা।

ইনশা আল্লাহ, দরবারে সিরিকোটের অন্যতম সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মুদ্দাজিল্লুহুল আলী এই জশনে জুলুছের নেতৃত্বে দিয়েছেন । তাঁর সাথে আরো ছিলেন, দরবারের সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ এবং সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ।

সবাই আশা করেন, এবারের এই জশনে জুলুছ বরাবরের মতোই জনসমুদ্রে রূপ নিয়েছে।

বিশ্বের বৃহত্তম মিলাদ ও শোভাযাত্রা হিসেবে ইতোমধ্যে আলোচিত এই জুলুছকে এখন চট্টগ্রামের ইতিহাস- ঐতিহ্যের ধারক হিসেবেও গণ্য করা হয়। তাই আয়োজক’রা মনে করেন… শরিয়ত সম্মত নির্মলিন ঐতিহ্য রক্ষা করা সকলের দায়িত্ব।

জুলুছের সার্বিক শৃঙ্খলা এবং নিরাপত্তার যেন কোনভাবেই বিঘনতা না ঘটে এ জন্য পুলিশ প্রশাসন এবং জামেয়ার নির্ধারিত
স্বেচ্ছাসেবকদের দিক নির্দেশনা, বিশেষত আনজুমান ট্রাস্ট ঘোষিত নিয়ম কানুন মেনে চলতে সবাইকে উদাত্ত আহ্বান জানায়েছেন ।

জুলুছে ড্রামসেট প্রবেশ, নারীদের অংশগ্রহণ এবং খাদ্যদ্রব্য নিক্ষেপ বরাবরের মতোই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে । সকাল ৯টায় পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে শুরু করে বিবিরহাট (বামে মোড়)-মুরাদপুর (ডানে মোড়)-ষোলশহর-২ নম্বর গেইট-জিইসি মোড় (ডানে মোড়)- পুনরায় ২ নম্বর গেইট- ষোলশহর -মুরাদপুর-বিবিরহাট-জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে জমায়েত হয়ে দুপুর ১২টায় মাহফিল এবং নামাযে যোহর ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করা হয় ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *