ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান আর নেই

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (ঝালকাঠি) : ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক কাজী খলিলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিজ্ঞাপন

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার জানান, প্রায় ৩৫ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে কাজী খলিলুর রহমান ঝালকাঠির সংবাদ জগতের অন্যতম অগ্রগণ্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি সর্বশেষ দৈনিক নয়াদিগন্ত, মাছরাঙা টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।


বিজ্ঞাপন

প্রেসক্লাবের নেতৃত্বেও ছিলেন তিনি দীর্ঘদিন। ২০০৮ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর দু’বার সাধারণ সম্পাদক ও চারবার সভাপতি হন। তার মৃত্যুতে ঝালকাঠি প্রেসক্লাব তিন দিনের শোক ঘোষণা করেছে।


বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ভোরে শহরের স্টেশন রোডস্থ নিজ বাসভবনে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পরও শেষ পর্যন্ত তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়ার মহদিপুর গ্রামের সন্তান কাজী খলিলুর রহমান দীর্ঘদিন ধরে শহরের স্টেশন রোড এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। তার পিতা ছিলেন ইউসুফ আলী কাজী।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন, জেলা বিএনপি, জেলা জামায়াত, সুশাসনের জন্য নাগরিক (সুজন)সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তারা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাজী খলিলুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তার মৃতদেহ শ্রদ্ধা জানানোর জন্য ঝালকাঠি প্রেসক্লাব প্রাঙ্গণে রাখা হয়। পরে মরদেহ দাফন করা হয় মহদিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *