আখাউড়ায় ডাকাতির মামলার আসামীসহ ১২ জন আটক 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে থানা পুলিশের গত ২৪ ঘন্টার বিশেষ অভিযানে  ডাকাতি মামলার আসামী, মাদককারবারী, সেবী, চোরসহ ১২ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ডাকাতি মামলার আসামী একজন, মাদক কারবারী ১ জন, মাদকসেবী ৯ জন ও ১ জন চোর রয়েছে।


বিজ্ঞাপন

এসময়  ২০০ পিচ ইয়াবা ট‍্যাবলেট ও রেলওয়ে খোয়া যাওয়া ৪টি স্টীলের পুরাতন স্লিপার  উদ্ধার করা হয়।

রোববার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে রেলওয়ে স্টেশন ও বাইপাস এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।


বিজ্ঞাপন

আটককৃতরা হলো মোঃ আকলিমা আক্তার (৩৫) সাগর (২৫), শেখ শামীম (৪৫), মোঃ রতন (২৪), মোঃ জানু (৩৫), মিজান (৩০), মিজানুর রহমান (২২), রায়হান মুন্সী (২৩), সুমন মিয়া (৩২), জুবাইদ আলী (৪০), মোঃ রাসেল (২৭), আকাশ  ও হোসেন (৩২)।


বিজ্ঞাপন

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিউল আলম বলেন, রেলওয়ে স্টেশন বাইপাস এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আসামীদেরকে রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজুর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *