আখাউড়া রেলওয়ে স্টেশন সিগন্যাল কেবিনে এসি বিস্ফোরণ

Uncategorized কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  :  দেশের পূর্বাঞ্চাল রেলপথের ব্রাহ্মণবাড়িয়া  আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন সিগন্যাল কেবিনে এয়ারকন্ডিশন (এসি) বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কক্ষের বেশ কিছু বৈদ্যুতিক যন্ত্র পুড়ে গেছে। সেইসাথে সংকেত ব্যবস্থার সমস্যা দেখা দিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই নিচতলায় স্থাপিত একটি এসি যন্ত্র বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তাপে সিগন্যাল যন্ত্রের ক্ষতি হয় এবং অফিসকক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। পরে রেল ও স্থানীয় লোকজন আধঘন্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংকেত কাজ না করায় মেনুয়্যাল পদ্ধতিতে লোপ লাইন দিয়ে ট্রেন চালানো হয়। প্রায় ১ ঘন্টা পর সংকেত ব্যবস্থা চালু করা হয়।
একটি সূত্র জানায়, স্টেশনের গুরুত্বপূর্ণ সিগন্যাল কেবিনে আগুন নেভানোর কোনো যন্ত্রপাতি নেই। যদিও কেবিনে আগুন নেভানোর যন্ত্র থাকার কথা। এতে ক্ষয়ক্ষতি ও আতঙ্কের বিষয়টি কাটানো যেত।


বিজ্ঞাপন

আখাউড়া রেলওয়ে জাংশন স্টেশনের কেবিন মাস্টার মো. আরিফুল ইসলাম জানান, এসি বিস্ফোরণে আগুন লাগার ঘটনায় সংকেত ব্যবস্থার কিছুটা ক্ষতি হয়েছে। সংকেত ব্যবস্থা সচল করতে সংশ্লিষ্টরা তাৎক্ষণিক কাজ করে বিকল্প ব্যবস্থায় ট্রেন চালু রাখা হয়। কাজ শেষে স্বাভাবিক পদ্ধতিতে ট্রেন চালানো শুরু করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *