গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা মঙ্গু শিকদার।

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা মঙ্গু শিকদার (৬৮) কে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। ৭ সেপ্টেম্বর রবিবার রাত ১১টায় উপজেলার কাকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তিনি কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত আমজেদ শিকদারের ছেলে ও পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার সকালে মঙ্গু শিকদারকে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ ঘটনায় পুলিশ ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সন্দিগ্ধ আসামী হিসেবে মঙ্গু শিকদারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ পর্যন্ত এই মামলায় আমরা ৬২ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠাতে সক্ষম হয়েছি। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।