মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১০ নং কুসুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভোটকেন্দ্র পুনর্বহালের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিনের প্রচলিত কেন্দ্রটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১২ নং নাওরা ভাদুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করার অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে কুসুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ভোট কেন্দ্র স্থাপিত ছিল। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবে সেটিকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এতে ভোটারদের ভোগান্তি ও ক্ষোভ সৃষ্টি হলেও রাজনৈতিক চাপের কারণে তারা তখন প্রতিবাদ করতে পারেননি।
স্থানীয় ইউপি সদস্য মো: গোরা কাজি, ১০ নং কুসুমদিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমানসহ স্থানীয়রা জানান, উপজেলার ১০ নং কুসুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভোটকেন্দ্র পুনর্বহালের জন্য আমরা জেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে আবেদন করেছি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ শেখের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। এষয় আমি খোজ খবর নিচ্ছি।

এলাকাবাসীর দাবি, ভোটকেন্দ্র অন্যত্র স্থানান্তর করায় স্থানীয় ভোটাররা বৈষম্যের শিকার হচ্ছেন। রাজনৈতিক স্বার্থে ভোটকেন্দ্র সরানো হয়েছে বলে অভিযোগ করে তারা অবিলম্বে কুসুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পুনর্বহালের আহ্বান জানিয়েছেন।