শরণখোলা প্রতিনিধি : শরণখোলা উপজেলায় আগামী ১২ অক্টোবর ২০২৫ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আয়োজনে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচির কার্যক্রম হিসেবে শরণখোলা উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩৬৬৩২ জন শিশু-কিশোরদের অনলাইন নিবন্ধনের মাধ্যমে টাইফয়েড টিকা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে কো অর্ডিনেশন সভায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাসের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান সহকারী শিক্ষক সাংবাদিক এনজিও প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ১২ অক্টোবর ২০২৫ আয়োজনে মতামত প্রদান করেন।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলার সেক্রেটারি মাওঃ মুসা সাইফী বাংলাদেশ জামায়েতি ইসলামী শরণখোলা উপজেলা সেক্রেটারি মোঃ মোস্তফা আমিন শরনখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির শরণখোলা সাব জোনাল অফিসের এজিএম মোঃ রাগিব আল হাসান উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল সহ প্রধান অতিথির বক্তব্য রাখেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ।
