কাতিয়ানাংলা বরণপাড়া ভাই ভাই ইজিবাইক শ্রমিক ইউনিয়নের অর্ধ শতাধিক সদস্যের পদ ও পদবী হতে অব্যাহতি মোঃ ইমরান ‎(বটিয়াঘাটা) : 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ ইমরান ‎(বটিয়াঘাটা)  : বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা বরণপাড়া ভাই ভাই  ইজিবাইক শ্রমিক  ইউনিয়ন সমিতি ২০২২ সাল হতে সুনামের সাথে যায় যার দায়িত্ব পালন করে আসছিলো।


বিজ্ঞাপন

পরবর্তীতে চলতি বছরের  ১৭ ফেব্রুয়ারী,  নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করা কালীন সময়ের মধ্যে আমাদের কাউকে কিছু না জানিয়ে অভিযুক্তকারীরা ইচ্ছেমত এক এক জনকে এক এক পদের দায়িত্ব দেখিয়ে ‘প্রস্তাবিত কাকিয়ানাংলা বরণপাড়া ইজিবাইক শ্রমজীবী সমবায় সমিতি লিঃ’ নাম করণ করে সমবায় সমিতি গঠন করেছে।

যা খুবই লজ্জা জনক ও অসাধুতার পরিচয় বহন করে। যেকারণে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নী বরাবর অবগতির মাধ্যমে “কাতিরানাংলা বরণপাড়া ভাই ভাই ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সমিতি’ ও ‘প্রস্তাবিত বাতিয়ানাংলা বরণপাড়া ইজিবাইক শ্রমজীবী সমবায় সমিতি লিঃ” এর পদ ও পদবী হতে অর্ধ শতাধিক সদস্য স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি এবং পত্রিকায় প্রচার করে সমিতি সহ সকলকে অবগতি করেছি ।‌


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *