বরিশালে বিএনপি নেতা কামরুল ইসলাম সজল এর আলোচনা সভায় জনতার ঢল

Uncategorized জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নাজমুল হাসান  :  বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিএইচপি একাডেমির মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বরিশাল জেলা উত্তর শাখার সদস্য সচিব ভিপি সেলিম সরদার।অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল রহমান শিপন, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক আছিয়া আক্তার মুক্তা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য ক্যাপ্টেন আলহাজ আশ্রাফুল আলম বিপুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন,‘আগামী জাতীয় নির্বাচনে ব্যক্তি নেতার পক্ষে নয়, ধানের শীষের পক্ষে দলের সকল নেতাকর্মীকে একত্রিত হতে হবে। বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে মাঠে কাজ করতে হবে।’


বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। নেতাদের কারণে দলের মধ্যে বিভক্তি সহ্য করা হবে না। যারা বিভাজনের সাথে জড়িত, তাদের চিরদিনের জন্য বয়কট করতে হবে।’তিনি আরো বলেন বিএনপি নেতা সৃষ্টি করে আর আ’লীগ গডফাদার তৈরি করে ।এ কারণে এখানে বিএনপির চারজন কেন্দ্রীয় নেতা আছেন, কিন্তু আওয়ামী লীগের মাত্র একজন কেন্দ্রীয় গডফাদার।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দল ও সমর্থকরা আগামীর পথ চলতে হবে।

হিন্দু-মুসলিম ঐক্য তুলে ধরে তিনি বলেন, ‘গৌরনদী ও আগৈলঝাড়ায় কোনো বিভক্তি নেই। একসময় বরিশাল-১ আসনের চিহ্নিত গডফাদার গর্ব করে বলতেন, সারাবাংলা মামার আর বরিশালটা আমার। সেই ধরনের গডফাদারের এই নতুন বাংলাদেশে আর কোনো স্থান নেই।’

এ সময় বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া)আসনের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এর সমর্থনে স্লোগান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে তোলেন।এ সময় আলোচনা সভায় জনতার ঢল নামে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *