নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে অসাধু কর্মকর্তা/কর্মচারীগণ কর্তৃক নিলামে বিক্রয়কৃত ফেব্রিক্স পণ্যসমূহ ক্রেতাদের নিকট হস্তান্তর না করে হয়রানি ও ঘুস দাবির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে পরীক্ষার্থীদের ফলাফল পরিবর্তনের অভিযোগ এবং হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট ইউনিট গতকাল রবিবার ২৮ সেপ্টেম্বর, ৩টি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করে, খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরে অসাধু কর্মকর্তা/কর্মচারীগণ কর্তৃক নিলামে বিক্রয়কৃত ফেব্রিক্স পণ্যসমূহ ক্রেতাদের নিকট হস্তান্তর না করে হয়রানি ও ঘুস দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বিষয়টি চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর ও কমিশনার, কাস্টমস হাউস চট্টগ্রাম দুদক টিমকে জানান যে, কন্টেইনার খুঁজে না পাওয়া সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে কাস্টমস হাউস, চট্টগ্রাম এর নিলাম শাখা হতে সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি সংগ্রহ করা হয়। প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনান্তে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে পরীক্ষার্থীদের ফলাফল পরিবর্তনের অভিযোগ : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে পরীক্ষার্থীদের ফলাফল পরিবর্তনের অভিযোগের প্রেক্ষিতে একই কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এ সময় বোর্ডের চেয়ারম্যানের সাথে আলোচনা করে কম্পিউটার কেন্দ্র/শাখা হতে ফলাফল জালিয়াতি সংক্রান্ত তথ্যাদি ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এছাড়া পূর্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির নিকট থেকেও সংশ্লিষ্ট রেকর্ড সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্রাদি পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। সংগৃহীত সকল তথ্য ও রেকর্ডপত্রাদি পর্যালোচনান্তে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায়, হাসপাতালের রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান নিম্নমানের; বিশেষ করে সকালের খাবারের পাউরুটি ও কলা নিম্নমানের বলে টিমের নিকট টিমের নিকট প্রতীয়মান হয়। এছাড়া হাসপাতালের ওয়াশরুম ও টয়লেট অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়।

অভিযান পরিচালনা কালে কর্তব্যরত মোট ৪ জন চিকিৎসকের মধ্যে ২ জনকে অনুপস্থিত পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে প্রতীয়মান হয় যে, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান নিম্নমানের এবং চিকিৎসকগণ নিয়মিত উপস্থিত থেকে কর্তব্য পালন করেন না। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।