“শারদীয় দুর্গা পূজা-২০২৫” উপলক্ষে শরীয়তপুর জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (শরীয়তপুর) :  আজ শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে শরীয়তপুর জেলার বিভিন্ন সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন মোঃ সিদ্দিকুর রহমান এ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) ঢাকা রেঞ্জ ও শরীয়তপুরের  পুলিশ সুপার, মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা।


বিজ্ঞাপন

এ সময় তিনি পূজামন্ডপে উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। পূজা মন্ডল পরিদর্শন কালে  পুলিশ সুপার বলেন, “পূজাকে কেন্দ্র করে যদি কোন ব্যক্তি/গোষ্ঠি বিশৃংঙ্খলার সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

” তিনি ভক্তবৃন্দকে নিঃশংকোচে, উৎসবমুখর পরিবেশে মন্দিরে এসে পূজা অর্চনার এবং প্রয়োজন হলে দায়িত্বরত পুলিশ সদস্যদের সহায়তা গ্রহণের আহ্বান জানান।


বিজ্ঞাপন

তিনি পূজা মন্দিরে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।


বিজ্ঞাপন

এসময় শরীয়তপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পূজা মন্দির কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *