চাকরী  প্রার্থীদের ব্যবসায়িক প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর অভিযান  :  ৫ জন  গ্রেফতার, নগদ ৭০ লক্ষ টাকাসহ গাড়ী উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  অবসরপ্রাপ্ত আমলা,ব্যাংকার ও চাকুরী থেকে অবসরে যাওয়া ব্যক্তিদের উচ্চ বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে যোগাযোগ এবং পরে ব্যবসায়িক পার্টনার করার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিত চক্রটি। টাকা গ্রহণের সময় এই চক্রের ৪ সদস্যসহ মোট ৫ জনকে গ্রেফতারসহ নগদ ৭০ লক্ষ টাকা, মাইক্রোবাস এবং ঘড়িসহ প্রতারণার কাজে ব্যবহৃত অন্যান্য সরাঞ্জাম ও ডকুমেন্ট উদ্ধার করেছে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  অবসর প্রাপ্ত ব্যাংকার মিজানুর রহমান ‘ব্রাদার্স গ্রুপ’ নামক কোম্পানিতে মাসিক ২ লক্ষ টাকা বেতন, গাড়িসহ অন্যান্য সুবিধাসহ লোভনীয় চাকরির বিজ্ঞপ্তি দেখে আসামীদের সাথে মোবাইলে যোগাযোগ করেন। আসামিদের নির্দেশনা অনুযায়ী, তিনি কলাবাগানের একটি ফ্ল্যাটে গেলে তারা তাকে ব্যবসায়িক অংশীদার হওয়ার প্রলোভন দেখায়।

চক্রটি তাকে কোরআন শপথ করিয়ে ব্যবসার অংশীদার হিসেবে নেয় এবং জানায় যেন তিনি পরিবারকে কিছু না বলেন। পরিকল্পিতভাবে একজন ভারতীয় ক্রেতা সেজে ৩ কোটি টাকার চেক অগ্রিম দেওয়ার নাটক সাজিয়ে তারা মিজানুর রহমানের বিশ্বাস অর্জন করে। পরে ব্যবসার অংশীদারিত্বের নাম করে তার কাছ থেকে মোট ২২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর পরই তারা অফিস ছেড়ে পালিয়ে যায় এবং ফোন করলে হুমকি দেয়। এই ঘটনায় তিনি বাদী হয়ে পল্লবী থানার মামলা নং-৬৫, তারিখ ২৯-০৬-২০২৫ ইং , ধারা- ৪০৬/৪২০/৫০৬/৩৪ পেনাল কোড দায়ের করেন। বাদীর আবেদনের প্রেক্ষিতে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) মামলার তদন্ত শুরু করে।


বিজ্ঞাপন

পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা সোর্স ও তথ্য প্রযুক্তির মাধ্যমে চলতি বছরের  ৩০ জুন,  চক্রের সদস্য মোঃ আব্দুল আজিজকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হোতাসহ ৪ সদস্যকে হাতিরঝিল থানাধীন বিশাল সেন্টার সংলগ্ন আউটার সার্কুলার রোডস্থ আসামীদের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

গ্রেফতারের সময় আরেক ভুক্তভোগী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ইলিয়াস খানকে একই কায়দায় প্রতারণার শিকার হওয়ার হাত থেকে নগদ ৭০ লক্ষ টাকাসহ উদ্ধার করা হয়।

এই চক্রটি মূলত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের টার্গেট করে বিভিন্ন স্থানে অস্থায়ী অফিস স্থাপন করে চাকরি ও ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রতারণা করত। গ্রেফতারকৃত  আসামীদের বিরুদ্ধে ঢাকাসহ সারা বাংলাদেশে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এছাড়াও গত ৩ মাসের তদন্তকালীন সময়ে প্রায় ৫০ এর অধিক মোবাইল ফোন পরিবর্তনের তথ্য ও শতাধিক সীম পরিবর্তনের তথ্য পাওয়া গেছে। তাদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *