ইসলামী ব্যাংকে এস আলমের নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবি : গোপালগঞ্জে গ্রাহকদের মানববন্ধন

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের প্রভাবে অবৈধভাবে নিয়োগ পাওয়া অদক্ষ ও বিতর্কিত কর্মকর্তাদের স্থায়ীভাবে বহিষ্কার করার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের ব্যস্ততম বাজার এলাকায় অবস্থান করে ইসলামি ব্যাংকের সচেতন গ্রাহক সমাজ এই মানববন্ধন আয়োজন করে।


বিজ্ঞাপন

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহক ও স্থানীয়রা বলেন, এস আলম গ্রুপের অনৈতিক প্রভাবের কারণে ব্যাংকের নিয়োগপ্রক্রিয়া ন্যায়ের রীতিতে হচ্ছে না এবং এর ফলে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে। গ্রাহক সুহীন শিকদার, শুকুর হাসান, জিল্লুর রহমান ও শমসের আলী বক্তব্যে বলেন, “অদক্ষ ও বিতর্কিত নিয়োগের ফলে ইসলামী ব্যাংকের বহু বছরের সুনাম ধ্বংসের মুখে পড়েছে।”

এনামুল হক খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক ইমদাদুল হক। তিনি বলেন, “এস আলম গ্রুপের সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।” বক্তারা ব্যাংকের শুদ্ধিকরণ ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া চালুর আহ্বান জানান এবং গ্রাহক অধিকার রক্ষার জন্য সৎ কর্মকর্তাদের নিয়োগের দাবি জানান।


বিজ্ঞাপন

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্থানীয় প্রশাসন, ব্যাংক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাকে দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। তারা অভিযোগ করেন, যদি দাবিগুলো উপেক্ষিত থাকে তবে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *