মো. মুসা খান, স্বরূপকাঠী : স্বরূপকাঠীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে নেছারাবাদ কার্গো ট্রলার বাল্ক হেড শ্রমিক ইউনিয়ন ও নদী বন্দরে করোনা ভাইরাস কর্মকান্ডে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সহ ১৪০ পরিবারের মাঝে সরকারী সহায়তার মাধ্যমে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন সরকার এর তত্ত্বাবধানে এ ত্রাণ বিরতণ করা হয়। বিরতণের সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কর্গো ট্রলার ও বাল্ক হেড এর সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক: মো. জাকির হোসেন এবং দৈনিক আজকের দেশের স্বরূপকাঠী প্রতিনিধি মো. মুসা ইসলাম খান প্রমূখ।