মো:রফিকুল ইসলাম,নড়াইল: নড়াইলে হাইওয়ে পুলিশের ১১ জন ও এক ব্যাংকারসহ ১৬ জন করোনা পজেটিভ এ নিয়ে জেলায় করোনা শনাক্ত মোট ৪৭ জন।
নড়াইলে মঙ্গলবার (৯ জুন ) সকাল পর্যন্ত নতুন করে কোন উপস্বর্গ ছাড়াই হাইওয়ে পুলিশের ১১ জন সদস্য ও এক ব্যাংকারসহ ১৬ জন করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে নড়াইল জেলায় ১২ জন হাইওয়ে পুলিশ,৮ জন ডাক্তারসহ মোট ৪৭ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল মোমেন জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে নড়াইল হাইওয়ে পুলিশের দুই এসআইসহ পুলিশের ১০ সদস্যকে তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নড়াইল শাখার কর্মকর্তা মঈনুদ্দীন আলীকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। ইতিপূর্বে ওই ক্যাম্পের এটিএসআই মিরাজুলের করোনা শনাক্ত হলে তাকে নড়াইল ১২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসক আনজুমান আরা জানান,সদরের তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প এলাকা ইতোমধ্যে লক ডাউন করা হয়েছে।
এবং ওদের সংর্স্পশে যারা আসছে তাদের চিহ্নিত করে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ শরীফ সাহাবুবুর রহমান জানান,লোহাগড়া উপজেলার করোনা আক্রান্ত অপর ৪ জন গোন্ডববাড়িয়া গ্রামের রবিউল, শুলটিয়া গ্রামের মোঃ জাকির হোসেন,পাঁচুড়িয়া গ্রামের সৈয়দ মুজিবুর রহমান ও গোপিনাথপুর গ্রামের সেলিনা আলম।
শনাক্ত ৪ জনই ঢাকা থেকে ঈদ আগে বা ঈদের পরে বাড়ীতে বেড়াতে আসেন।
সকলেই নিজ বাড়ীতে চিকিৎসাধীন আছে।
উল্লেখ্য, নড়াইল জেলায় মোট ৪৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
এর মধ্যে ১৮ জন করোনা মুক্ত, ঢাকা থেকে আগত ১ জনসহ ২ জন মৃত্যূ,২৭ জন বর্তমান চিকিৎসাধীন আছে।
বর্তমান লোহাগড়া উপজেলায় ১৩ জন, পুলিশ সদস্য সহ নড়াইল সদরে ১৩ জন এবং কালিয়ায় ১ জন।