তৃতীয় দিনে লকডাউনে ওয়ারী

রাজধানী

পন্য সরবরাহে কাজ করছে ৭০টি ই-কমার্স প্রতিষ্ঠান

 

নিজস্ব প্রতিবেদক: লকডাউনের তৃতীয় দিন অতিবাহিত করছে রাজধানীর ওয়ারী একাংশের মানুষরা। গত শনিবার থেকে ২১ দিনের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ওয়ারীর ১৭টি এলাকাকে রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষনা করা হয়। ওয়ারীর লকডউন এলাকগুলোতে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র সরবরাহের জন্য ৭০টি ই-কমার্স প্রতিষ্ঠান কাজ করছে বলে জানা গেছে। এজন্য ই-কমার্স প্রতিষ্ঠানের নূন্যতম ২০ টি টিম গাড়ি করে পন্য পৌছে দিচ্ছে। তবে সংক্রমনের সতর্কতা হিসেবে ডেলিভারিম্যানদেও ক্রেতার(অর্ডারকারী) বাড়িতে যেতে দেয়া হচ্ছে না। ফোন কওে ক্রেতাকে নির্দিষ্ট গেইটে এসে পন্য বুঝে নিতে হচ্ছে। গত দুই দিনের মত গতকালও এলাকার বাইওে যাওয়ার জন্য চেষ্টা করতে অনেককে দেখা গেছে। তবে চিকিৎসা ইস্যু ছাড়া অন্য কোন প্রয়োজনে কাউকে এলাকার বাইওে যেতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা। কিন্তুু তারপরও পুলিশ আর স্বেচ্ছাসেবকদেও চোখ ফাঁকি দিয়ে অনেককে বাইরে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। রেড জোন ঘোষিত এলাকায় জরুরী প্রয়োজনের জন্য দুটি প্রবেশপথ খোলা রাখা হয়েছে। মানুষদের ওই পথ দুটির সামনে ভীড় করতে দেখা গেছে। তবে বাইরে বাইরে যাওয়ার অনুমতি না পেলেও এলাকার ভেতর অনেককে গোড়াফেরা করতে দেখা যায়। স্বেচ্ছাসেবকরা জানান, গত ৩ দিন ধরে এলাকার বাসিন্দাদের বাইরে বের হওয়ার অনুরোধ সামলাতে বেগ পেতে হচ্ছে।


বিজ্ঞাপন