নড়াইলে মুজিববর্ষে ১২ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোদন জেলা প্রশাসক আনজুমান আরা’র

সারাদেশ

মো: রফিকুল ইসলাম, নড়াইল: নড়াইলে মুজিববর্ষে ১২ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোদন করেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা।
সারা দেশের ন্যায় নড়াইলেও ১২ লক্ষ বিভিন্ন প্রজাতীর বৃক্ষরোপনের লক্ষে আজ (১৬জুলাই) সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোদন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আনজুমান আরা,জেলা প্রশাসক নড়াইল,বিশেষ অতিথি,মো:সোহরাব হোসেন বিশ্বাস,চেয়ারম্যান জেলা পরিষদ নড়াইল,অতিরিক্ত পুলিশ সুপার মো:মাসুদ রানা প্রমূখ।
এসময় জেলা প্রশাসক আনজুমান আরা সকলের উদ্দেশে বলেন,এ গাছের চারা রক্ষা করার দায়ীত্ব আমাদের সকলের।
এবং আজকের এ চারা গাছটি আগামিদিনের ছায়া হয়ে আমাদের রক্ষা করবে। এগাছের চারা বিশেষ করে তরুনদের দেখে রাখার জন্য অনুরোধ করা হলো। তিনি আরো বলেন,প্রতিটি ইউনিয়নে ৩টি করে মির্শ ফলের বাগান করা হবে,সেই সাথে প্রত্যেক কে ৫০ টি করে গাছ লাগানোর আহব্বান জানান।


বিজ্ঞাপন