সন্ত্রাসীদের কবল থেকে রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে বৃদ্ধার আকুতি

অপরাধ

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসীদের হামলা ও হুমকি থেকে রক্ষা পেতে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন মাকসুদা বেগম নামে এক বৃদ্ধা। সোমবার রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
লিখিত বক্তব্যে মাকসুদা বলেন, রাজধানীর দক্ষিণ বাড্ডা লেকের পাড়ের সিএস ও এসএ দাগ নং ১০৯০, আরএস দাগ নং ১৭৫২, ২৩০৪, ২৩০৩/৩২২৮ সিটি জরিপের দাগনং ১২৬৯৬ কাঠা জমি রয়েছে তার। উক্ত জমি পাকিস্তান ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক ১৯৬২ সালে অধিগ্রহন করে। ২০১৭ সালে বাংলাদেশ সরকার কর্তৃক গেজেট আকারে অবমুক্ত সিএস মালিকদেরকে ফেরত দেয়। যেহেতু জমিটি সরকারের নামে ছিলো সেহেতু প্রকৃত সিএস মালিকদের নামে করার জন্য সংশোধন মামলা দায়ের করা হয়। পরে কোর্ট থেকে ওই জমির উপর নিষেধাজ্ঞা প্রদান করে সাইনবোর্ড টানিয়ে দেয় হয়। কিন্তু স্থানীয় সন্ত্রাসী গোলাম হোসেন আদালতের আদেশ অমান্য করে সেই সাইনবোর্ড ফেলে জমি দখলের চেষ্টা করছে। সন্ত্রাসী কর্মকান্ডের কারণে তার বিরুদ্ধে একাধিক জিডি ও মামলা দায়ের করা হয়। মামলা তুলে নেয়ার জন্য মাকসুদা ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে। সন্ত্রাসীদের কবল থেকে রক্ষ পেতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান বৃদ্ধ মাকসুদা বেগম।


বিজ্ঞাপন