গাজা -ফেন্সিডিলসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : RAB-5, রাজশাহীর সিপিসি-১, র চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৩/১২/২০২০ ইং তারিখ সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ৫নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামস্থ (পৌরসভা) জনৈক আক্তার আহামেদুর রহমান@ডলার, পিতা-মৃত আতাউর রহমান এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে, গাঁজা-০৩ কেজি ৫০০ গ্রাম, ব্যাটারী চালিত অটোরিকশা-০১টি, মোবাইল সেট-০২টি, সীমকার্ড-০৩ টি এবং মাদক বিক্রয়লব্দ-১৬,৫০০/- টাকা সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আলম (৪০),পিতা-মৃত, আজিজুর রহমান, মাতা-মোছাঃ রফিনা বেগম, সাং-নয়ানশুকা, ওয়ার্ড-১০ (পৌরসভা), ২। মোঃ মিনহাজুল ইসলাম (২৯), পিতা-মৃত তোফাজ্জল হক, মাতা-মোছাঃ পিয়ারা বেগম, সাং- বালু গ্রাম, ওয়ার্ড নং-০১, ইউপি-বালিয়াডাঙ্গা-১, উভয় থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অপর একটি অভিযানে, RAB-5, সিপিসি-৩, জয়পুরহাট RAB ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে অদ্য ১৪ ডিসেম্বর ২০২০ ইং তারিখ সকাল ০৭:৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন বীরনগর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে, ফেন্সিডিল- ২২২ (দুইশত বাইশ) বোতল, মোবাইল সেট- ০২ (দুই) টি, সীমকার্ড- ০৪ (চার) টি এবং মেমোরী কার্ড- ০১ (এক) টি-সহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ আতিকুল ইসলাম মন্ডল (৩৮), পিতা-মোঃ আবু সাঈদ মন্ডল, সাং-বেড়াখাই, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃত মাদক ব্যবসায়ীএয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।