মহান বিজয় দিবস উপলক্ষে শিল্পমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মাননীয় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি ও শিল্প সচিব কে এম আলী আজম অজ ১৬ ডিসেম্বর ২০২০ তারিখ সকাল ১০.০০ টায় শিল্প মন্ত্রণালয় চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। উক্ত স্থানে মন্ত্রণালয়ের সকল অতিরিক্ত সচিব ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং দপ্তর/সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে শিল্পমন্ত্রী মন্ত্রণালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন।


বিজ্ঞাপন

পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন শেষে সকাল ১০.৩০ টায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি প্রধান অতিথি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিল্প সচিব কে এম আলী আজম সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় মন্ত্রণালয়ের সকল অতিরিক্ত সচিব ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং দপ্তর/সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপসচিব থেকে সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও দপ্তর/সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালে সভায় যুক্ত হয়েছিলেন।