নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে র্যাব-১২ এর নিকট একটি গোয়েন্দা তথ্য আসে। তথ্যানুযায়ী, কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য হাতবদল করতে যাচ্ছে। বিলম্ব না করে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে ছুটে চলে র্যাব-১২ এর একটি অপারেশন টিম।
দুপুরে এলাকায় শুরু হয় গোয়েন্দা তৎপরতা। এক পর্যায়ে দেশীয় চোলাই মদের একটি বড় চালান হাতবদল শুরু হলে ধাওয়া করা হয় কারবারিদের। আটক করা হয় *০৪ চিহ্নিত মাদক কারবারিকে*। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় *৫০২ লিটার দেশীয় মদ*।