নিজস্ব প্রতিনিধি : রোববার বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান মহোদয়ের কার্যালয় বাংলামটরস্থ রূপায়ণ ট্রেড সেন্টারে সম্মিলিত ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিইউএমএ’র সম্মানিত চেয়ারম্যান ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। উপস্থিত ছিলেন বিইউএমএ’র সম্মানিত মহাসচিব অধ্যাপক হাকীম মাহবুবুর রহমান সাকী, বাংলাদেশ আয়ুর্বেদ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি হাকীম কবিরাজ আ. রব, বাংলাদেশ দেশিয় চিকিৎসক সমিতির সভাপতি ডাঃ মিজানুর রহমান, প্রাচি’র সভাপতি হাকীম কবিরাজ সালেহ মোহাম্মদ আবদুর রহমান এবং বিইউএমএ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন এর আসন্ন নির্বাচনে বোর্ড সদস্য পদপ্রার্থী চিকিৎসকবৃন্দ প্রমুখ।
সভায় আসন্ন নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এ বিষয়ে তৃণমূলের নেতাকর্মীদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবিলম্বে বিস্তারিতভাবে জানাবেন ইনশাআল্লাহ।
মিটিং শেষে বিভাগীয় বোর্ড সদস্য পদপ্রার্থীগণ তাঁদের স্বস্ব মনোনয়নপত্র বোর্ডে জমা দেন।
অন্যান্য সদস্য পদপ্রার্থীদের পাশাপাশি বিইউএমএ’র সম্মানিত চেয়ারম্যান মহোদয় চট্টগ্রাম বিভাগ থেকে এবং মহাসচিব মহোদয় খুলনা বিভাগ হতে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিইউএমএ’র অন্যান্য কতিপয় সদস্যবৃন্দও আজ তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।