নিজস্ব প্রতিনিধি : দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ কর্তৃক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অবস্থিত সরকারী কলেজটির অধ্যক্ষের বিরুদ্ধে আগত ব্যাপক অনিয়মের অভিযোগসমূহের প্রাথমিক সত্যতা পায়। উক্ত অধ্যক্ষ কর্তৃক কোন প্রকার নিয়মনীতি না মেনে রেজুলেশন বা কার্যবিবরণী ছাড়াই বিদ্যালয়ের বিভিন্ন খাতের টাকা উত্তোলন এবং তা আত্মসাৎ করা হয়েছে এরূপ প্রমাণ পায় অভিযান পরিচালনাকারী এনফোর্সমেন্ট টিম। এ সকল অনিয়মের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম। পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ইউনিয়ন পরিষদ অপারেশন ম্যানুয়াল অমান্য করে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক হটলাইনে আগত অভিযোগের প্রেক্ষিতে পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমানের নেতৃত্বে সলিমপুর ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে। তথ্যাবলী যাচাইসাপেক্ষে কমিশনের সিদ্ধান্ত চেয়ে টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৫ দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।