নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসের টিকা গ্রহীতাদের ডাটাবেজ তৈরিতে যে অ্যাপ তৈরি করা হচ্ছে, তাতে কোনো টাকা ব্যয় হচ্ছে না। আইসিটি বিভাগের সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট (ক্যাম) নামের একটি সফটওয়্যার রয়েছে। সফটওয়্যারটি আইসিটি বিভাগের প্রোগ্রামারদের একটি দল তৈরি করেছে। ওই সফটওয়্যারের মাধ্যমে করোনাকালীন দেশের ৫০ লাখ পরিবারকে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছিল। সেই প্ল্যাটফর্ম ব্যবহার করেই ‘সুরক্ষা প্ল্যাটফর্ম’ অ্যাপটি তৈরি করা হবে। আইসিটি বিভাগের সংশ্লিষ্ট শাখার প্রোগ্রামাররা অ্যাপটি তৈরি করবেন। নিজেদের জনবল, অফিস, সোর্স ব্যবহার করে কাজটি করার কারণে কোনো টাকাই ব্যয় হবে না।