নিজস্ব প্রতিনিধি : গত ১৮/০২/২০২১খ্রিঃ তারিখ ইফতেখার আহমেদ সাফি (২০), পিতা-কবির আহমদ, সাং-বাসা নং-১৬০, লামাপাড়া শিবগঞ্জ, থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট ও তার বন্ধু রাব্বি হোসেন বাবু (২০), পিতা-মুসলিম মিয়া, সাং-বাসা নং-সোনালী-১০৮ মজুমদারী, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেটকে সাথে নিয়ে সদ্য ক্রয়কৃত নতুন মোটর সাইকেল পালসার-১৫০ সিসি, যার রেজিঃ নং-সিলেট-ল-১১-৫৫২৬ যোগে এয়ারপোর্ট গেইটে বেড়াতে আসে। এয়ারপোর্ট গেইট এলাকায় বেড়ানো শেষে তারা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় রুম্মানুর রশীদ খাঁন মুন্না (২৮), পিতা-হারুনুর রশীদ খাঁন, সাং-রংধনু-১৬৩, চৌকিদেখী, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটসহ তার সহযোগী অপরাপর আসামীগন তাদের চালনাকৃত একটি ক্রিম কালারের প্রাইভেটকার যোগে মোটর সাইকেলের সম্মুখে এসে অর্তকিত ভাবে থামিয়ে ধারালো চাকু, ছোরা ইত্যাদি প্রদর্শন পূর্বক ত্রাস সৃষ্টি করতঃ এলোপাথাড়ী ভাবে কিল, ঘুষি ও লাথি মেরে মোটর সাইকেল ও মোবাইল ফোন স্যামসাং, যার মূল্য অনুমান ২৫,০০০/- টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। উল্লেখিত বিষয়ে ইফতেখার আহমেদ সাফি থানায় হাজির হয়ে এজাহার নামীয় ০৪ জনসহ অজ্ঞাতনামা ০১ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-২৬, তাং-২০/০২/২০২১খ্রিঃ, ধারা-আইন-শৃঙ্খলার বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়। উক্ত মামলার এজাহার নামীয় ১নং আসামী রুম্মানুর রশীদ খাঁন মুন্না (২৮) কে ২১/০২/২০২১খ্রিঃ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন নালিয়া লিটল লন্ডন সিটি আবাসিক প্রকল্প এলাকা হতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/বিমল চন্দ্র দে সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।