নিজেকে কি অতি ক্ষুদ্র ও তুচ্ছ মনে হয় না?

অন্যান্য বিবিধ

 

 

 

সাবরিনা মান্নান: মহান আল্লাহ রাব্বুল আলামীন মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টিকুলের সকল প্রানীর চেয়ে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে।
মানুষকে বলা হয় আশরাফুল মাকলুকাত ” সৃষ্টির সেরা জীব’
সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য।
সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন, একে অপরের কল্যানের জন্য।
সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন, পৃথিবীটাকে আলোকিত করার জন্য।


বিজ্ঞাপন

অথচ মানুষের ভয়াল থাবায় আজ এই সুন্দর পৃথিবী, ধীরে ধীরে অন্ধকারে আচ্ছন্ন..


বিজ্ঞাপন

আপনি একটি কুকুরকে একবার খাবার দেন, দেখবেন সে আপনার আশপাশে ঘুরঘুর করছে, কারন সে আপনার দেওয়া খাবারের প্রতিদান দেবার রাস্তা খুঁজে ফেরে, মানুষকে বিশ্বাস করে ভালোবেসে সব উজাড় করে দিলেও,নিজ প্রয়োজনে, আপনার সর্বোচ্চ ক্ষতি করতে ছাড়বে না।

আমার কাছের একজন, হঠাৎ গতকাল জিজ্ঞেস করলো, তোর করোনা হলো না কেন? আমি অবাক হলাম, তাকেই জিজ্ঞেস করলাম, তোর কেনো হলোনা? উওরে তাচ্ছিল্যের হাসি, তার উওরটা এমন ছিলো, আমার কাছে এসব ভাইরাস আসবে কি করে, বাসায় একজন কাজের লোক সারাক্ষণ স্প্রে করে, আমার পারসোনাল প্রাডো জিপটিও প্রতিদিন একইভাবে ক্লিন করা হয়, তাছাড়া তুই তো জানিসই আমি যারতার সাথে মিশি না।’ এই অহংকার মূলতঃ টাকা, আর টাকার জোরে তৈরি করা রূপের।

এছারাও ফেসবুকের কল্যানে আরো অনেক রকম অহংকারের শব্দ শুনছি, তারমধ্যে অন্যতম, যে কোন গ্রুপের এডমিন হবার অহংকার!!

আমার জানা মতে এ দেশের একজন বিখ্যাত ব্যাবসায়ী মৃত্যুর আগে চীৎকার করে কেঁদে বলেছেন, তোমরা আমার সব সম্পদ নিয়ে নাও,তবুও আমাকে বাঁচাও।
যিনি জীবনের অনেকটা সময় বেঁচে থাকার জন্য বুলেট প্রুফ গাড়িতে চড়েছেন।

দেয়ালে টানানো চলে যাওয়া প্রিয়জনের ছবির দিকে একবার চেয়ে দেখি, রং বদলানো ঐ বিশাল আকাশ পানে চেয়ে দেখি, গর্জে ওঠা সমুদ্রের দিকে একবার চেয়ে দেখি। নিজেকে কি অতি ক্ষুদ্র, তুচ্ছ মনে হয় না?