সরিষাবাড়ীতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের চেক জালিয়াতি

সারাদেশ

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের চেক জালিয়াতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সৈকত হাসান নামে জনৈক কর্মচারী আয়ন ব্যায়ন (ডিডিও) কর্মকর্তার স্বাক্ষরিত চেকে টাকার অংক বাড়িয়ে উত্তোলনের পর এ জালিয়াতি ধরা পড়েছে।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল গ্রামের মোঃ আবু হানিফার ছেলে সৈকত হাসান (শাবলু মন্ডল) (২৯),সে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে ১৪-১০-২০১৯ইং তারিখে এলডিডিপি প্রকল্পে এলএসপি পদে যোগদান করেন। যোগদানের পর থেকে ভাটারা ও মহাদান দুটি
ইউনিয়নে কাজ করেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান গত ১৬-০৩-২১ইং তারিখে জনৈক সৈকত হাসান (শাবলু মন্ডলের) বেতন ভাতা বাবদ ৫ হাজার ৫শ টাকার একটি চেক প্রদান করেন। যাহা সরিষাবাড়ী সোনালী ব্যাংক কমপ্লেক্স শাখার চেক নং ০৮৪৫৫৭২, তাং-১৬-০৩-২১ইং। গত ২৩-০৩-২১ইং তারিখ উক্ত চেকটির টাকা ৫ হাজার ৫শ টাকার স্থলে ২৫ হাজার ৫শ বানিয়ে ব্যাংক হতে টাকা উত্তোলন করেন। এ সময় আয়ন ব্যায়ন (ডিডিও) কর্মকর্তার উক্ত হিসাবটি অনলাইন থাকার কারণে তাহার মোবাইলে ২৫ হাজার ৫শ টাকার ডেভিট
এর মেসেজ আসে। তাৎক্ষনিকভাবে উক্ত কর্মকর্তা খোজ নিলে জালিয়াতির তথ্যটি ধরা পড়ে
এ ব্যাপারে সৈকত হাসানের মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি প্রকল্প পরিচালক বরাবর অবহিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন