১,০৭,৭০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অপরাধ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে গত ০৫ এপ্রিল ২০২১ ইং তারিখ ১৩০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুর এলাকার তাজ ফার্মেসীর বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি ১। মোঃ ওবায়দুর রহমান @ সাবু মন্ডল (৩৫), পিতা- মৃত দেলোয়ার হোসেন, সাং- জেলপাড়া, থানা- গবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা, ২। মোঃ কায়েস (২৫), পিতা- মৃত হোসেন আহম্মেদ, সাং- নোমানিয়াচড়া, থানা ও জেলা- কক্সবাজার এবং ৩। মোঃ ববি আক্তার (৩২), স্বামী- মোঃ ওবায়দুর রহমান @ সাবু মন্ডল, সাং- জেলপাড়া, থানা- গবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা বর্তমানে- সাং- খানদার, থানা ও জেলা- বগুড়াদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ তাদের দেখানো ও সনাক্তমতে নিজ হেফাজতে থাকা প্রাইভেটকারের ভিতর চালকের সিটের পাশের একটি ব্যাগের ভিতর হতে সুকৌশলে রক্ষিত অবস্থায় ১,০৭,৭০০ (এক লক্ষ সাত হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয় এবং উক্ত প্রাইভেটকারটি (নম্বর বিহীন) জব্দ করা হয়। উল্লেখ্য যে, আসামী মোঃ ওবায়দুর রহমান (৩৫) নিজেকে ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে ইয়াবা পাচার করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ কোটি ২৩ লক্ষ ১০ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের অনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন