মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার আরাম নগর কামিল মাদ্রাসার দেড় কোটি টাকার ভূমি জবর দখলের অভিযোগ তুলেছেন স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতনমহল। গতকাল শুক্রবার আরামনগর বাজার আতা ডাক্তারের কলোনীর সামনে এ ভূমি জবর দখলের ঘঁটনা ঘটেছে।
আরামনগর কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী পৌরসভার আরাম নগর কামিল মাদ্রাসার নামীয় ভূরারবাড়ী মৌজার ১০ শতাংশ ভূমি’র রেকর্ডীয় মালিক। উক্ত জমিটি স্থানীয় আরামনগর বাজার এলাকার মরহুম আজাহার আলীর ছেলে হামিদুর রহমান পংখু জবর দখল করে মাটি কেটে উচু করার কাজ গতকাল শেষ করেছেন। মাদ্রাসার নামীয় ভূমি প্রভাবশালী শিল্পপতি জাহাঙ্গীর আলম এর অর্থের জোরে জবর দখল করে নেওয়ায় স্থানীয় সচেতন মহলের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এ ব্যাপারে আরামনগর কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান মানু জানান,জমিটি আমাদের মাদ্রাসার নামে। ওই জমিটি হামিদুর রহমান পংখু মাটি কেটে ভিটে করেছে।ওই ভিটায় যাতে কোন স্থাপনা করতে না পারে সেজন্য বাধা দিয়েছি। এ বিষয়টি নিয়ে মাদ্রাসার সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
জানতে চাইলে ভূমি জবর দখলকারী হামিদুর রহমান এর মোবাইল ফোনে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।