মেয়র আতিকের নেতৃত্বে শুরু হয়েছে ডিএনসিসির মাস্ক পরি কর্মসূচি

রাজধানী

নিজস্ব প্রতিনিধি : সঠিকভাবে মাস্ক পরিধান করে করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এর সংক্রমণ কমাতে এবং মানুষের জীবন বাঁচাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম এর নেতৃত্বে শুরু হয়েছে “ডিএনসিসির মাস্ক পরি কর্মসূচি”।
বৈশ্বিক অংশীদারিত্বের এই আয়োজনে ইনোভেশন ফর পোভার্টি অ্যাকশন (আইপিএ), ইয়েল বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড মেডিকেল স্কুল, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই), শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজ ওমেন, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভলপমেন্ট (বিআইজিডি) এবং বিডি ক্লিন একই সাথে কাজ করছে।
এই কর্মসূচীকে সফল করার জন্য দেড় শতাধিক স্বেচ্ছাসেবক ডিএনসিসির বিভিন্ন এলাকায় লোকজনকে মাস্ক পরিধানের সঠিক নিয়ম হাতেকলমে শেখানোর পাশাপাশি প্রতিদিন প্রায় ১৫ হাজার মাস্ক বিতরণ করছেন।
আসুন আমরা সবাই সঠিকভাবে মাস্ক পরিধান করার মাধ্যমে ডিএনসিসির মাস্ক পরি কর্মসূচিকে সফল করি।


বিজ্ঞাপন