ভয়ংকর ডাকাতির কবল থেকে রক্ষা পেল বগুড়াবাসী

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (১৩ মে, ২০২১) রাত ১০.০০ টার কিছুক্ষণ আগেই একটি অপারেশন শেষ করে এসে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছে র‍্যাব-১২ এর অপারেশন টিম। ঠিক এ সময়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ জানতে পারে যে, বগুড়ার সদর থানাধীন কল্যাণ ট্রাস্ট মার্কেটের গেটের সামনে একদল ডাকাত জড়ো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা হানা দিবে।


বিজ্ঞাপন

বিলম্ব না করে দ্রুত ছুটে যায় র‍্যাব-১২ এর অপারেশন টিম এবং অতি দ্রুত পৌঁছে যায় সেখানে। ঘিরে ফেলে পুরো রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেট। বুঝে ফেলে ডাকাত দল। অবস্থা বেগতিক দেখে দলছুট হয়ে পালানোর চেষ্টা ওদের। তবে শেষ রক্ষা হলো না।


বিজ্ঞাপন

আট জন ডাকাত আটক হয় র‍্যাব-১২ এর টিমের হাতে। উদ্ধার করা হয় তাদের হেফাজতে থাকা *০২ টি ছুরি, ০১ টি পাইপ, ০১ টি রশি, ০৬ টি মোবাইল, ১০ টি সীম এবং নগদ=৮০০/ টাকা। উল্লেখ্য যে, উক্ত ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলো মর্মে জানা যায়*।