নিজস্ব প্রতিনিধি : ২২/০৫/২০২১খ্রিঃ তারিখ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানস্থ সিএমবি কোয়ার্টারের সামনে আম্বরখানা টু এয়ারপোর্টগামী পাকা রাস্তার উপর হইতে জনগণ কর্তৃক ধৃত ছিনতাইকারী ১। মোঃ সাইফুল ইসলাম (৩৭), পিতা-মৃত বেগ সাহেব @ বক্কু বেগ, মাতা-যমুনা বেগম, সাং-কৃষ্ণপুর, থানা-নেত্রকোণা সদর, জেলা-নেত্রকোণা, বর্তমানে সাং-নয়াবাজার তেলিপাড়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেটকে ০১(এক)টি সিএনজি গাড়ী সহ আটক করিয়া রাখিয়াছে মর্মে সংবাদ প্রাপ্ত হইয়া এসআই(নিঃ)/ গৌতম চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত ভিকটিম কং/২৫৫১ মোঃ শাহজাহান, স্পেশাল ব্রাঞ্চ (এস.বি), ঢাকা, কর্মক্ষেত্রের ঠিকানা- ইমিগ্রেশন শাখা, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট এর নিকট হইতে জানতে পারেন যে, তিনি ২২/০৫/২০২১খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকার সময় আম্বরখানা পয়েন্ট হইতে ০৩(তিন) জন আরোহী সহ একটি সিএসজি গাড়ি যাহার রেজিঃ নং- সিলেট-থ-১১-২৩৯৭ তে উঠিয়া বড়শালা নতুন বাজার আসার পথে ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানস্থ সিএমবি কোয়ার্টারের সামনে আম্বরখানা টু এয়ারপোর্টগামী পাকা রাস্তার উপর আসা মাত্রই দুপুর অনুমান ১৩.৫০ ঘটিকার সময় সিএনজিতে থাকা উল্লেখিত ধৃত আসামী সহ যাত্রীবেশে থাকা তাহার সহযোগী পলাতক আসামী ২। আব্দুল হালিম @ মেম্বার (৪০), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-ইসলামপুর, ৩। উজ্জল মিয়া (৩৬) ,পিতা-কাদির মিয়া, সাং-শিবপুর (সাগন শ্রীপুর পশ্চিমপাড়া), উভয় থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ ও অজ্ঞাতনামা সিএনজি চালক তাহাকে কিল, ঘুষি মারিয়া ভয়ভীতি প্রদর্শন করিয়া ত্রাস সৃষ্টি করতঃ ধৃত আসামী মোঃ সাইফুল ইসলাম (৩৭) তাহার (ভিকটিমের) পড়নের প্যান্টের ডান পকেট হইতে নগদ ৩০০/-টাকা জোরপূর্বক ছিনিয়া নেয় এবং আসামী আব্দুল হালিম @ মেম্বার ও উজ্জল মিয়া তাহার মানিব্যাগ এবং মোবাইল জোরপূর্বক ছিনতাই করাকালে ভিকটিম মোঃ শাহজাহান মিয়া ছিনতাইকারী ছিনতাইকারী বলিয়া শোরচিৎকার করিলে আশপাশের পথচারী লোকজন আগাইয়া আসিতে দেখিয়া অজ্ঞাতনামা আসামী সিএনজি চালক সিএনজি গাড়িটিকে ঘুরাইয়া শহরের দিকে যাওয়ার চেষ্টাকালে পথচারী লোকজন সহ ভিকটিম মোঃ শাহজাহান মিয়া ধাওয়া দিয়া আসামী মোঃ সাইফুল ইসলামকে সহ সিএনজি গাড়িটি আটক করেন। তখন অন্যান্য আসামীগণ পালাইয়া যায়। এসআই(নিঃ)/ গৌতম চন্দ্র দাশ ধৃত আসামী ও আকটকৃত সিএনজি গাড়িটি হেফজতে নিয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর দেহ তল্লাশি করিয়া আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ভিকটিমের ছিনতাইকৃত ১০০(এক শত) টাকার ০৩(তিন)টি নোট মোট ৩০০(তিন শত) টাকা ও ০১(এক)টি সবুজ রংয়ের সিএনজি গাড়ি, যাহার রেজিঃ নং-সিলেট-থ-১১-২৩৯৭ উদ্ধার পূর্বক জব্দ করতঃ থানায় আসিয়া এজাহার দায়ের করিলে এয়ারপোর্ট থানার মামলা নং-৩০, তাং-২২/০৫/২০২১খ্রিঃ, ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধনী ২০১৯ এর ৪/৫ রুজু হয়।