নিজস্ব প্রতিনিধি : ১.র্যাব-১২ এর নিকট তথ্য আসে, মাদকের একটি চালান লেনদেন হতে চলেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকায়। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকায় মাদক উদ্ধারের জন্য অভিযান চালায় র্যাব-১২ এর একটি অপারেশন টিম।
শনিবার (২২ মে,২০২১) বিকেল ০৪.২৫ ঘটিকার দিকে পরিচালিত এ অভিযানে আটক করা হয় দুই মাদক কারবারিকে। এ অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৮২ পিছ ইয়াবা
২.অন্যদিকে, শনিবার (২২ মে, ২০২১) রাত ১১.৩৫ ঘটিকার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় আরেকটি মাদক বিরোধী অভিযান চালায় র্যাব-১২ এর অন্য একটি অপারেশন টিম। এ অভিযানে আটক করা হয় দুই মাদক কারবারীকে। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৮৫ পিছ ইয়াবা
৩.অন্যদিকে, শনিবার (২২ মে, ২০২১) রাত ১১.৩০ ঘটিকার দিকে একটি গোয়েন্দা তথ্য আসে, মাদকের একটি চালান বহন হচ্ছে বগুড়ার সদর এলাকা দিয়ে। সে অনুযায়ী রাত ১১.৪০ ঘটিকার দিকে বগুড়ার সদর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব-১২ এর একটি অপারেশন টিম। শুরু হয় একটার পর একটা প্রাইভেটকার তল্লাশি। কিন্তু কাঙ্খিত সেই মাদকবাহী প্রাইভেটকারের দেখা মিলছিল না।
এক পর্যায়ে গতরাত ১২.৩০ ঘটিকার দিকে র্যাবের তল্লাশির ফাঁদে ধরা পরে একটি প্রাইভেটকার। শেষে প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয় ২৫ কেজি গাঁজা