নিজস্ব প্রতিবেদক : সোমবার ২২.৫০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ হোটেল আগমন এর রুম নং-১২ এ ভিতর কতিপয় জুয়ারী টাকা দিয়া জুয়ার আসর বসে জুয়া (তাস) খেলছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে
এসআই(নি:):)/মোঃ রোকনুজ্জামান চৌধুরী পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মো: আল আমিন (২৮), পিতা-মো: তাদিল ইসলাম, সাং -পূর্বপাড়া, থানা-নবীনগর, জেলা-বি-বাড়িয়া, বর্তমানে -কুচাই, মোল্লারগাঁও, থানা-মোগলাবাজার, জেলা -সিলেট, ২। মো: সুমন (৩৭), পিতা: মৃত ইন্তাজ আলী, সাং- ইঞ্জিনিয়ার গেইট, থানা-মোগলা বাজার, জেলা -সিলেট, ৩। মো: জুয়েল (৩১), পিতা-লাল মিয়া, সাং-ধর্মনগর, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমানে- সাং-তাজপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, ৪। মো: রাজন (২৭), পিতা-মৃত মতিউর রহমান, সাং- চরমারী, থানা-বি-বাড়িয়া সদর, জেলা- বি- বাড়িয়া, বর্তমানে-শিববাড়ী হাজী আজমল মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা-মোগলা বাজার, জেলা-সিলেট, ৫। মো: রাসেল (২৯), পিতা-মতিউর রহমান, সাং -ইঞ্জিনিয়ার গেইট, থানা-মোগলা বাজার, জেলা -সিলেট, ৬। মো: সাদেক (২৮), পিতা-মৃত মফিক মিয়া, সাং-রসিমপুর, থানা-নবীনগর, জেলা-বি-বাড়িয়া, বর্তমানে-চাঁদনীঘাট, থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেট, ৭। মাহিন আহমদ (৩২), পিতা-সেলিম আহমদ, সাং-বারখলা, থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেট, ৮। মো: মনোয়ার হোসেন (৩৪), পিতা-মৃত হাসান আলী, সাং-পাঠানপাড়া, থানা-মোগলা বাজার, জেলা- সিলেট’দেরকে তাস খেলার প্রস্তুতি গ্রহন করা কালে তাস সহ ঘটনাস্থল হতে আটক করেন। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।