দোহায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত

আন্তর্জাতিক জাতীয়

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ দূতাবাস, দোহা, কাতার, বাংলাদেশ কমিউনিটি কাতার (BCQ) এবং হামাদ মেডিকেল কর্পোরেশন এর যৌথ উদ্যোগে ৮ জুলাই, বৃহস্পতিবার দূতাবাস প্রাঙ্গনে এক রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য, সাংবাদিকগন দূতাবাসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং ছাত্ররা এই কর্মসূচীতে অংশগ্রহণ করে এবং স্বত:স্ফুতভাবে রক্ত দান করে।


বিজ্ঞাপন

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জসীম উদ্দিন, এনডিসি রক্তদান অনুষ্ঠানটি উদ্ধোধন করেন। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বাংলাদেশ কমিউনিটির মানুষের স্বার্থে সারা বছর এই রক্তদান কর্মসূচি অব্যাহত রাখার এবং স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচী চালু করার বিষয়ে তার আগ্রহ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে হামাদ মেডিকেলে বাংলা ভাষায় টেলিফোন সেবা চালুর বিষয়ও উল্লেখ করেন। দূতাবাস কর্তৃক একটি স্বাস্থ্য বিষয়ক বুকলেট প্রকাশের বিষয়টি তার আলোচনায় উঠে আসে। তিনি রক্তদান কর্মসূচীকে সাফল্যমন্ডিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


বিজ্ঞাপন