চান্দগাঁও এ স্ত্রী হত্যাকান্ডের অভিযোগ স্বামী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ৮ জুলাই, সকাল অনুমান ১১ টার সময় চান্দগাঁও থানাধীন ১৪নং গ্যারেজ, জমির কলোনীতে ০১জন মহিলা খুনের সংবাদ পেয়ে উক্ত ঘটনাস্থলে হাজির হয়ে চান্দগাঁও থানা পুলিশ ভিকটিমের লাশ উদ্ধার করে।


বিজ্ঞাপন

এসময় হত্যাকাণ্ডের অভিযোগে জনগণ কর্তৃক ধৃত ভিকটিমের স্বামী মোঃ রফিক (৪৫) কে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে সে জানায়, ভিকটিমের সম্পর্কে তার স্ত্রী হয়। সে পেশায় বেকার ও তার স্ত্রী ম্যাপ-সু ফ্যাক্টরীতে চাকুরী করত। তাদের মধ্যে সাংসারিক আর্থিক অনটনের প্রেক্ষিতে প্রায়ই ঝগড়াঝাটি হত। তারই ধারাবাহিকতায় গত ৭ জুলাই, দিবাগত রাতে ঝগড়াঝাটির এক পর্যায়ে সে তার স্ত্রীকে হত্যা করে। পরদিন সকালে হত্যার ঘটনাকে ইচ্ছাকৃতভাবে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে স্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরন করেছে বলে প্রচার করছিল। হত্যাকান্ডের অভিযোগে গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।