নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে রবিউল ইসলাম (৪৬) নামের এক যুবক (মুদি দোকান) বৈধ ব্যবসার আড়ালে চালাচ্ছেন অবৈধ মাদক ব্যবসা।
শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টা সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করলেও সুকৌশলে পালিয়ে যায় পুত্র মেহেদী হাসান রানা ওরফে (শান্ত সাগর)।
আটকৃত রবিউল ইসলাম সিরাজগঞ্জ সদর থানার সাহেদ নগর ব্যাপারী পাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
সে মহানগরীর কাশিমপুর থানাধীন শৈলডুবী এলাকায় ভাড়াবাসায় থেকে মুদি দোকান চালাতো।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ডিপংকর রয় জানান, বাবা ছেলে দীর্ঘদিন যাবৎ কাশিমপুর থানাধীন শৈলডুবী এলাকায় মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।
শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮ টা সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার রুমের বক্স খাটের ড্রয়ার হইতে VAT-69, Black & White এবং J&B ব্র্যান্ডের ৯ বোতল স্কটিশ মদ উদ্ধার হয়।
এসময় তাকে আটক করলেও সুকৌশলে পালিয়ে যায় তার ছেলে মেহেদী হাসান রানা ওরফে (শান্ত সাগর)।
তিনি আরও জানান,তাদের উভয়ের বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
শনিবার ৩১ জুলাই, সকালে রবিউল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে এবং তার ছেলে মেহেদী হাসান রানা ওরফে (শান্ত সাগর) কে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।