নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই আজি তাই, শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল

জাতীয়

রেজাউল করিম রেজা : একজন মানুষের প্রতি ভালবাসা যে কতটা প্রবল, কতটা আবেগী হতে পারে তা হয়তো এই পংক্তিগুলোর মাধ্যমে বোঝানো সম্ভব না।


বিজ্ঞাপন

রবিবার ১ আগস্ট। বাঙালি, বাংলাদেশের শোকের মাস। বর্ষণমুখর এই মাসটি আমাদের জন্য অশ্রু ও বেদনার মাস। এ মাসের ১৫ তারিখের রাতটি কেবল বঙ্গবন্ধু ও সেদিন ৩২ নম্বরে উপস্থিত পরিবারের স্বজনদের নৃশংস হত্যার কালরাত নয়, নয় কেবল শেখ মনি দম্পতি, আবদুর রব সেরনিয়াবাত হত্যাকান্ডের কালরাত। এ ছিল এক জঘন্য চক্রান্ত ও গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এ কেবল কয়েকজন রজনীতিবিদের হত্যাকান্ড নয়, এ ছিল আমাদের জাতীয় ইতিহাসের উল্টোযাত্রার অপপ্রয়াস।

১৯৭৫ সালের ১৫ আগষ্টে সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। তাঁদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।