পৃথিবীতে সব থেকে বড়ো যুদ্ধ আমাকে আমি করে গড়ে তোলা

অন্যান্য

সাবরীনা মান্নান : মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন। চমৎকার লাগলো কিছু কথা, হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ
“চোখে চোখ রেখে কথা বলবে,
“আমি যেন কখনই না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা মাকে দিয়েছ, নিজের ব্যাগের ভাড় নিজেই বহন করবে। ঠিক তেমনি নিজের জীবনের ভাড় নিজেই বহন করবে, ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না।


বিজ্ঞাপন

কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?
মেয়েরা, জীবন কখনও সরলরেখায় চলে না, চলবেও না।”
তোমার কষ্টকে তুমি খাবে, তোমার কষ্ট তোমাকে খাবে না

মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে, নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে, যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন এক জোড়া হাই হিল আর একটা শাড়ি কিনবে। তারপর সেই জুতো আর শাড়ি পরে তার আঁচল ছেড়ে যে তোমাকে আঘাত করেছিল তার সামনে দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মহিমায় হেঁটে যাবে সেদিন সে তোমার সফলতা দেখে নিজেই অনুতপ্ত হবে।
“কঠিন প্রশিক্ষন, সহজ পরীক্ষা”
“পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ হলো, আমাকে আমি করে তোলা”
একা চলতে শিখ। একা হতে কখনো ভয় পাবেনা।”

“এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হল আমাকে আমি করে গড়ে তোলা।”
“আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে .”মনে রেখো, তুমি ভাগ্যবতী, কারণ তোমাকে ভালোবাসার মতো কেউ না কেউ এই পৃথিবীতে আছে।”