চকরিয়ায় ফরেস্টের গাছ চোরকে হাতে নাতে ধরলো সবুজ আন্দোলন নেতা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে কাকারা বন বিট ফাঁসিয়াখালী রেঞ্জের অন্তর্ভুক্ত ১১-১২ সালের সৃজিত বাগান থেকে চোরাই কাট উদ্বার করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের চকরিয়া উপজেলা সমন্বয়কারী মোঃ আরাফাত খান। কাকারা বন বিটের প্রধান হেডম্যান আক্তার আহম্মদ বেশ কিছু দিন ধরে শারীরিক ভাবে অসুস্থ। এই সুযোগে কিছু বন খেকো মানুষ গাছ কেটে পাচারের চেষ্টা করছিল। প্রধান বন হেডম্যানের ছেলে আরাফাত খান ফরেস্টের অন্যান্য সহযোগীদের নিয়ে ২ আগস্ট বিকাল ৬ টার দিকে গাছ কাটার খবর পেয়ে সেখানে উপস্থিত হলে গাছ চোরেরা তাদের দেখে পালিয়ে যায়। তবে একজনকে হাতেনাতে ধরা হয়েছে। গাছ চোরদের মধ্যে কয়েক জনকে চিহ্নিত করা গেছে , তারা হলো কাকারা ইউনিয়নের অঙ্গাতের ছেলে মোঃ কালু, আনোয়ারের ছেলে মোঃ আব্দুস সালাম, সিরাজের ছেলে মোঃ রফিক। বন বিটের হেফাজতে গাছগুলোকে রাখা হয়েছে।


বিজ্ঞাপন

আরাফাত খান গাছের কাঠ উদ্ধার শেষে তার বক্তব্যে বলেন, বনের কাঠ চোরের সাথে সম্পৃক্ত আজকে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা প্রতিনিয়ত সরকারি বন উজাড় করে পরিবেশ বিপর্যয় করছে। অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সবুজ আন্দোলনের একজন কর্মী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। পরিবেশ বিপর্যয় রোধে যারাই এ ধরনের অপরাধ করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষে কাজ করতে এগিয়ে আসব।