প্রতারণা থেকে সাবধান : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অপরাধ

বিশেষ প্রতিবেদক : শত কোটি টাকার ত্রাণ বিতরণ করা বিদ্যানন্দ প্রশাসনিক খরচে খুবই গরীব প্রতিষ্ঠান। ভাড়ার একটা মাত্র গাড়ি আছে, হাসপাতালের তিনটি এ্যাম্বুলেন্স বাদে, আর কোন গাড়ি ব্যবহার করা হয়না বিশাল এই প্রতিষ্ঠান চালাতে।


বিজ্ঞাপন

আজ সেখানে রাস্তায় নামলে বিদ্যানন্দের স্টিকার দিয়ে একাধিক গাড়ির দেখা পাই, যারা বাণিজ্যিক ভাড়ায় খাটছে।

আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, আমাদের স্টিকারের যে কোন গাড়িকে (আমাদের নিজেদের হলেও) বেশি পরিমাণ জেরা করতে।

বিদ্যানন্দের বর্তমান গ্রহণযোগ্যতায় পৌঁছুতে শত কর্মীর ত্যাগ রয়েছে, প্রাণটাই দিয়ে দিছেন কোন কর্মী।

আর সে নাম ব্যবহার করে কেউ মাইকিং করে চাঁদা তুলে ঢাকায়, কেউ অনলাইনে অনুদান খুঁজে বেড়ান, আবার কেউ এমন রুট পারমিট হিসেবে ব্যবহার করছে। এমন বহুরুপ ব্যবহারে আমরা বিব্রত।

সুন্দরের আড়ালে এমন অসুন্দরের বসবাস বন্ধ না হলে কোনদিন থমকে যাবে দেশের সেরা এই প্রজেক্টটি।