মৌলভীবাজারে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার ১১ আগষ্ট ২০২১ দুপুর সাড় ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে এসএমপি সিলেট এর শাহপরান (রহঃ) থানার মামলা নং- ২৭/১৮৪, তারিখ- ২৫/০৭/২০২১ ইং, ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮, এর ২৫/২৬/২৯/৩১/৩৩/৩৫ ধারা মূলে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন মাইজগ্রাম এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে রাষ্ট্র বিরোধ সাইবার অপরাধী ১। তাহমিদ আহমেদ চৌধুরী (২২), পিতা- সেলিম আহমদ চৌধুরী, সাং-মাইঝগ্রাম, থানা-বড়লেখা, জেলা- মৌলভীবাজার’কে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

উক্ত সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ০২টি মোবাইল, ০২টি সীম কার্ড ও ০১টি আইপেড উদ্ধার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট এর শাহপরান (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।