জিএমপিকে গাড়ি উপহার দিল কেএসি ফ্যাশন

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : দ্রুততম সময়ে পুলিশিং সেবা নিশ্চিত করতে গাজীপুর মহানগর পুলিশকে গাড়ি উপহার দিল কেএসি ফ্যাশন লিমিটেড। কেএসি ফ্যাশনস লিমিটেড তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং গাজীপুর মহানগরবাসীর নিরাপত্তায় পুলিশিং জোরদার করার নিমিত্তে গতকাল অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেএসি ফ্যাশনস লিমিটেড তাদের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রহমান চৌধুরী গাজীপুর মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার খন্দকার লুৎফুলব কবির বিপিএম-সেবা এর নিকট গাড়িটি হস্তান্তর করেন।এসময় সম্মানিত পুলিশ কমিশনার, জিএমপি কেএসি ফ্যাশনস লিমিটেড কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকতুল্লাহ খান বিপিএম-সেবা , তানভীর মমতাজ, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ), ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ), জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর), আবদুল্লাহ আল মামুন, উপ পুলিশ কমিশনার(ট্রাফিক), মিজানুর রহমান, পিপিএম -উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট ), ফারজানা ইসলাম উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক এন্ড ট্রান্সপোট), কেএসি ফ্যাশন্স লিমিটেডের পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ ও অফিসার ইনচার্জ কাশিমপুর সহ অন্যান্য।


বিজ্ঞাপন