যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই গানের নতুন সংস্করণের মোড়ক উন্মোচন

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই গানের নতুন সংস্করণ উম্মেচন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ এমপি। শুক্রবার মন্ত্রীর নিজস্ব বাসভবনে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এই গানের নতুন সংস্করণ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

একজন স্বাপ্নিক মানুষ, গ্রগতিশীল নেতা, অবাধ তথ্য-প্রবাহের অন্যতম কারিগর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র হাত দিয়ে বঙ্গবন্ধুকে নিবেদিত কালজয়ী গান ‘যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই”-এর নতুন সংস্করণের মোড়ক উন্মোচন জাতির জন্য অমিত প্রেরণা।


বিজ্ঞাপন

খ্যাতিমান গীতিকার হাসান মতিউর রহমানের কথায়, প্রখ্যাত সুরকার মলয় কুমার গাঙ্গুলীর সুরে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস-এর সঙ্গীতায়জনে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি এই অর্পণ।